Madrasah Code: 20078 EIIN: 118638
  • ভর্তির সময়

ভর্তির সময়, বয়সসীমা ও পোষাক

বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসা(মূল ক্যাম্পাস):

ক. জুনিয়র জামায়াত সমূহে (শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণি) ভর্তির জন্যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ করা হয়। অতঃপর ডিসেম্বর মাসের নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষায় (লিখিত ও মৌখিক) উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি করা হয়। আর নবম শ্রেণির ছাত্রদের জন্য JDC এবং এর ফল প্রকাশের পরে জানুয়ারীর প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নিয়ে শূন্য আসনের বিপরীতে ছাত্র ভর্তি করা হয়।

 

তাখসীসি শাখা:

বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসার বিশেষ বিভাগ তাখসীসি শাখা নামে পরিচিত। এ শাখায় ভর্তির সময় নিম্নরূপ: ক. প্রাক তাখসীসি: শর্টকোর্সের মাধ্যমে ১ বছরে অষ্টম শ্রেণির উপযোগী করে গড়ে তোলার জন্য এ জামাত। প্রতি বছর জানুয়ারী মাসে ও রমজানের পরে এ শাখায় ভর্তি নেয়া হয়। খ. তাখসীসি ৮ম ও ৯ম শ্রেণিতে মূল শাখার জন্য নির্ধারিত সময়ে ভর্তি করা হয়। গ. তাখসীসি আলিম শ্রেণিতে দাখিল পরীক্ষার পরপর ভর্তি করা হয়। 

 

ইউনিফর্ম:

সাদা কাপড়ের নেছফছাক গোল জামা, পাজামা ও গোল টুপি। (প্রত্যেক ছাত্রের জন্য পাগড়ী, মুসল্লা ও মেসওয়াক বাধ্যতামূলক)